রাজা ও টুনটুনির কথা - চৈতালী রায়
কিভাবে যে ওরা জেনেছে
পৃথিবীর সব ভিখিরি গুলোর রক্তে রক্তে ঐশ্বর্য
ওদের হাড়ে হাড়ে লুকিয়ে আছে ঘড়া ঘড়া মোহর
ওরা মরলেও শক্তি রেখে যায় মাটিতে
সোনা ফলে রাশি রাশি।
ওরা ওই রাজার ধন-চোর টুনটুনি পাখিটার মতো
যে বলেছিল-'রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে'
ওদের গুপ্তধনের বাসা খোঁজার খোঁজ
আজও শেষ হলো না তাই।
ওরাই নাকি আসল ধনী
ধনতন্ত্র বুঝেছে সে কথা
তাই শোষন শাসন জারি থাক
পৃথিবীর রক্তবীজ ভিখিরির দল
চিৎকার কোরো না, যন্ত্রণায় ছটফট কোরো না,
তোমাদের শক্তির খবর তোমরা জানো না
দুর্বিনীত পৃথিবী জানে
তোমরা যা জানো তা ভুল জানো।
বর্ণপরিচয় পড়েছো কি?
এক দুর্লভ ভাষায় লেখা আছে তাতে
তোমরাই 'সভ্যতার পিলসুজ'।
একবার মুখ ঘোরাও মুঠো-জড়ো শক্তিতে
পদাঘাত করো
সুসভ্য রাজাদের পশ্চাতে
একবার, শুধু একবার
দাসত্বের ইতিহাস তবে অন্য নামে লেখা হবে
আগামী পৃথিবীতে।
চৈতালী রায়। ভারত
-
ছড়া ও কবিতা
-
19-07-2020
-
-