অতৃপ্ত বাসনা - আলতাফ হোসেন
রোজ সকালে খুঁকির থাকে
হরেক রকম বায়না
ঘুরতে যাবে বাবার সাথে
কিনবে অনেক গয়না।
আলতা, চুরি, গলার মালা
চুল বাঁধানো ক্লীপ-
কালো দেখে কয়েক পাতা
কিনতে হবে টিপ।
নেল পলিশের দোকান কোথায়
নিয়ে চলো মোরে --
লিপিষ্টিক ও দেখে শুনে
কিনবো ম্যাচিং করে।
মায়ের জন্য বডি স্প্রে
ভাইয়ের একটা ঘড়ি -
তোমার জন্যেও কিনবো কিছু
চলনা বেড়িয়ে পরি।
ইশারাতে বোঝায় সবই
জন্ম বধির খুকি
মিটাতে তার সকল চাওয়া
নিত্য ছুটাছুটি।
দয়াময় প্রভু তোমার তরে
করি মোনাজাত-
পূরন করে দাওগো খুকীর
কথা বলার স্বাধ।
আলতাফ হোসেন। ঢাকা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
20-07-2020
-
-