শব্দ বিজ্ঞান তরঙ্গের নকশা - শওকত আলম
রূপালী শব্দের গতি মাত্রা পাশ ফেরে
শরতের ঝরা কাশ ফুলের মতো
শিরিষ ফুলগুলো যেমন রোদেলা বাতাসে
সূর্য্যমুখি রঙধনু হয়ে দোল খায়।
ধোঁয়াটে পোঁড় খাওয়া ইটের সুরকি জানে
শব্দের ঘুরপাক- জানে ভূ- কম্পন
পাহাড়, পর্বত, ইতিহাস, ঐতিহ্য।
কবি শব্দকে বিজ্ঞান শিল্পের শিল্পময় রূপদানে
ঝংকার পাজরে সাঁজায়। তখন শব্দ হয়ে ওঠে
এক একটি সোনালী স্বর্গীয় শ্লোক।
শব্দের গতি মাত্রা যুদ্ধের দামামা বুলেট সন্ধি- বার্তা,
চুক্তিপত্র - মহা জাগতিক শব্দ তরঙ্গের নঙ্গর...
নিউরোন থেকে নিউরনে বাসা বাঁধে।
ডা. শওকত আলম
খুলনা ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল
গল্লামারী, খুলনা।
-
ছড়া ও কবিতা
-
20-07-2020
-
-