অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
হায়ানার দল – মামুন চৌধুরী

হায়ানার দল নামছে দেশে,
অর্থ লুটে সেরা। 
কালো টাকার গড়ছে পাহাড়,
নেইতো করার জেরা।

কেউ করতেছে মুজিব কোটে,
কেউবা সাদা কোটে।
সবাই তারা একই দলের, 
থাকে একই জোটে।

দেশ নেতারা করছে চুরি, 
গরিব দুঃখির ত্রান।
উচিৎ কথা বলতে গেলে,
নিচ্ছে তারা প্রান।

যদিও তাদের পড়ছে ধরা, 
ফান্দে পড়ে  অনেক। 
ছেড়ে নিতে লড়ছে তাদের,
কত হাজার জনেক।

উকিল নিচ্ছে অর্থ লোভে, 
তাদের দলে পক্ষ।
যুক্তি তর্কে জিততে হবে, 
এটাই তাদের লক্ষ।

মুজিব জিয়ার মানে হানি, 
করেছে  তারা বেশ।
মিডিয়াতে ঝড় উঠেছে,
দেশের মান তো শেষ।

লক্ষ সেনার রক্তে কেনা, 
সোনার বাংলাদেশ। 
হায়েনার দল খাচ্ছে চুষে,
উল্লাস করে বেশ।

মামুন চৌধুরী। রংপুর