অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
আরফিনা -র দু’টি কবিতা

অদৃশ্য মাইলস্টোন
বিনিদ্র রাত্রিতে
চাঁদের আলোয় ভেসে ওঠে সেই মুখ,
জ্বলছে নিভছে
নিভছে জ্বলছে..
রঙের তুলি আর পরাগ সংযোগের ইশারা নিয়ে
কড়া নাড়ে দরোজায়!

শুনতে পাই আগমনী স্বর।
ভেসে আসে জোনাকিদের ফিসফাস,
ঝরে পড়ে বকুলের কান্না,
পুরানো চিঠির করুন সুর নিশুতি রাতের বৃষ্টির সাথে যেমন গাছের পাতার খসখস শব্দে একাকার হয়ে যায়...

কখন যে হাজার হাজার মাইল পথ
পার হয়ে গেছি আমরা ! পার হয়ে গেছি-
গোধূলির সঙ্গে মিশে থাকা কতশত দিগন্তরেখা।
জ্বলছে নিভছে,
নিভছে জ্বলছে
বিনিদ্র রাত্রির অদৃশ্য সব মাইলস্টোনে!

শোনপাপড়ি
ত জন্মের বৃষ্টিকে এ-জন্মের রোদ্দুরে
শুকোতে চেয়ে
কদমা আর মঠগুলিকে ফ্রিজে তুলে রেখেছি!
শোনপাপড়ি?  তারাও গিয়েছে নিরুদ্দেশে...

সবটুকু বেলাভূমি শুধু অপেক্ষায়,
তাই বাসনা সাজাই নব নব রুপে।
তুমি এলে, আবারও ফিরিয়ে আনব
হারানো সব শোনপাপড়িদের। 

আরফিনা
ক্যানিং, পশ্চিমবঙ্গ, ভারত