বাদল দিনে - মওদুদুর রহমান তানভীর
অঝোর ধারা বারি'তে
নদীতে পানি টইটুম্বুর
মাঠ-ঘাট তলিয়ে গেছে
জলের তলেতে।
কোথাও হাটু জল,
কোথাও বুক পানি,
জলের সীমা ছড়িয়ে পড়েছে
দিক থেকে দিগন্তে।
খাল-বিলে অথৈ পানি আর পানি
শঙ্খচিল যেথায় করে মিতালি।
ঝোপ ঝাড় ভেসে গেছে নদীর জলে
ব্যাঙ আবাস খুজে ঘরের কোণে।
দিবস রাতে চালের টিনে
বৃষ্টি পড়ছে তো পড়ছেই,
বাদল দিনের বুঝি এমন রীতি
গগণে ভেসে বেড়ায় মেঘের পরী।
টপটপ বৃষ্টিতে,
ভিজে সবি একাকার,
জলের উপড়ে গাঙচিল
দোল খায় বারবার।
অবুঝ বেলায় বুঝিনি
বাদল দিনের খেলা।
এত চেনা রুপ তার,
হৃদয়ে আছে যে আঁকা।
ঘোমট আকাশ বুঝি,
আড়ি দিল রবির সাথে
তাইতো সখ্যতা আজ
প্রবল বারির মাঝে।
মওদুদুর রহমান তানভীর
কোম্পানীগঞ্জ, সিলেট
-
ছড়া ও কবিতা
-
21-07-2020
-
-