গোধূলির স্নান - ফরিদ তালুকদার
কখনো বইয়ের পাতায়, কখনো জীবনের খাতায়
ভুল নামতার পাঠ করে চলে বোহেমিয়ান সময়
এক বিকেল বৃষ্টির ভালোবাসা খুঁজতে গিয়ে অনল দগ্ধ আপাদমস্তক
আদি পুরুষের অভিশাপ তবু বয়ে বেড়াই পাঁজরের অতলান্ত ঠিকানায়
গাঙচিলের ডানায় উড়ে যায় অপরাহ্নের ঘ্রাণ
কাস্পিয়ানের নীল জলে গ্রীষ্মের আধো ডোবা সূর্যকে
করজোড়ে বলি বিলম্বিত করো তোমার যাত্রা...
আঁজলা ভরে তুলে নেই জলের শরীরে বিছানো ক্লান্ত গোধূলির ছাপ ,
গায়ে মাখি পুরনো প্রার্থনার সংগীত
তুমি আসবে বলে সাহসের শঙ্খ ধ্বনি তুলে
আমি খুলে রাখি প্রকৃতির মেরুন হৃদয়…
তুমি আসবে বলে থেমে যায় সব বিকলাঙ্গ সভ্যতার নাচ
আমাকে সবকিছু ভুলিয়ে দেয় এক শৈল্পিক সময়
আমার অতীত, আমার জন্ম কুষ্ঠিতে গোত্রের সিলমোহর, আমার বর্ণ,
আমার বোধের ত্বকে ক্রমশ দৃশ্যমান হয়ে ওঠা এই সভ্যতার কষাঘাত
সব ভুলে আমার জামার আস্তিনে আমি গুটিয়ে রাখি এক নূতন পৃথিবীর সম্ভাষণ
ভালোবাসা তো এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের পেন্ট হাউস নয়
এক বিদর্ভ নগরীর উপকন্ঠে আমি চিনেছিলাম আমার ভালোবাসাকে
কঙ্গো , ইয়েমেন, সুদানের যুদ্ধক্ষেত্রে একটুকরো রুটির জন্যে
যে শিশুরা রিলিফ ক্যাম্পের পথে হামাগুড়ি দিতে গিয়ে হারিয়ে যায় চিরতরে
তাদের বিদায়ী আর্তনাদে আমি শুনেছি…
ভালোবাসা কোন হোয়াইট হাউস কিংবা ডাউনিং স্ট্রীটের ইস্তেহার নয়
ভালোবাসা এই সভ্যতা নয়, ভালোবাসা সুবিন্যস্ত বিপণী বিতান আর
পাঁচতারা হোটেলে উদযাপিত কোন ভ্যালেন্টাইন দিবস নয়
পুড়ে যাওয়া শরীরে এক সমুদ্র লবনের চাষ নিয়ে বৃক্ষের ছায়ায় যুবক
তার পাতার বাঁশির সুরে টেনে তুলে আমার অসাড় হৃদয়
আমি স্মরণ করি তোমাকে, আমি স্মরণ করি আমাদের ভালোবাসাকে
পৃথিবীর সব মরমি ভালোবাসাকে আমি স্মরণ করি…
আমার দিগন্ত জুড়ে তোমার নারীত্বের শ্যামল ছায়ায় আমি ডুবে যাই
সেখানে আমৃত্যু আমি বিসর্জন দিয়ে দেই আমার দহন হৃদয়…!
যে নক্ষত্রেরা এতোটা হাজার বছর তাদের স্মৃতির ব্লাক বক্সে জমা রেখেছে
পুরাতন পৃথিবীর এই দীর্ঘশ্বাস…
সবকিছু ভুলে তারাও আজ সবাই ব্যস্ততায় জেগে উঠেছে তুমি আসবে বলে
সন্ধ্যার আরক্তিম বাতাসে সজ্জিত মঞ্চে উড়ছে ভালোবাসার নিশান
আজ সেখানে মহরত হবে সম্পূর্ণ নূতন এক কবিতার
স্বরলিপির সম্ভার খুলে প্রতি কোণায় প্রকৃতি বাজায় তার উজ্জীবন সংগীত
একটি কবিতা আর একটা নূতন পৃথিবীর খসড়া হাতে আমি তোমার প্রতীক্ষায়…
তুমি আসা মাত্রই…
বিভেদের দেয়ালহীন, মুদ্রার রাজত্বহীন সে পৃথিবীতে
আমরা ঘোষণা করবো আমাদের ভালোবাসার নিরঙ্কুশ স্বাধীনতা…
সত্যিকার এক মানুষের পৃথিবীর স্বাধীনতা…!
তুমি আসবে বলে… তুমি আসবে বলে…
জীর্ণ পৃথিবী, যাযাবর মেঘ, একঝাঁক বালিহাঁস, সবাই…
এখন মত্ত বিলাসে সেরে নিচ্ছে গোধূলির স্নান।।
ফরিদ তালুকদার। টরোন্ট, কানাডা
-
ছড়া ও কবিতা
-
21-07-2020
-
-