তাপস মিত্র-এর কবিতা
যারা খোসার কারবারি
দেশ তো মা
জনগন সন্তান
কিন্তু যারা দেশ চালাই
শিক্ষক শব্দটার ভিতরে একটা মুগ্ধতা
শিষ্টাচার আকাশের ছবি ফুটে ওঠে
কিন্তু টলমল শিক্ষক
হৃদয়ের গভীরতা বোঝাতে
সমুদ্রকে ডেকে আনি
আকাশ দিগন্ত এসব সম্পর্ক
কিন্তু শুধু যদি লবণাক্ত জলকে বোঝাই
আচার্য পুরোহিতেরা কেবল ব্যাকরণ নয়
কলা সংস্কৃতি হৃদস্পন্দন
খোসার কারবারিরা কেন যে এসব কথা বোঝেনা
অনন্ত পিপাসা
হৃদয় শ্মশান হলে মাটি খুঁড়ে লাভ নেই
যা কিছু পুরনো সঞ্চয় উড়োমেঘ
কী হবে বিশল্যকরণীর কথা ভেবে
জীবনেরও কি জ্বর হয় কঠিন অসুখ
ক্ষয়ে যায় চেনা মুখ একান্ত আপন
একটা ঝিমানো গন্ধ ওড়ে হলুদ বিকেলে
মন অন্ধ বলে হইতো এসব কিছুই দেখেনা
অকারণ জড়ো করি ইট কাঠ পাথর মৃত আসবাব
তবুও বাতাসে ভাসে শ্রাবণের মেঘ খুশির মেহেদি
ও মেঘ তুই আর একবার
আকাশ জুড়ে বৃষ্টি নামা
শ্মশান শয্যায় এসে বসুক ধূর্জটি
পাশে নির্নিমেষ পার্বতী
তাপস মিত্র
নদিয়া, পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
21-07-2020
-
-