অটোয়া, বৃহস্পতিবার ২ মে, ২০২৪
মোহাইমিনুল হালিম-এর কবিতা

হারিয়ে যাব 
ঠাৎ করেই হারিয়ে যাব!
যেমন হারিয়ে যায়, মেঘের মাঝে সূর্য।
বৃষ্টি মাঝে মেঘ, আর
সূর্যের হাসির মাঝে বৃষ্টি। 

আমি তেমনি ভাবেই হারিয়ে যাব। 
হারিয়ে যাবো ঘোড়া নিমের মধুর নিতে আশা অলির গানে। 
হারিয়ে যাবো ধানের ক্ষেতে বাতাসের মাঝে।
হারিয়ে যাবো অরণ্যের মাঝে
আর
ইট বালির গড়ে ওঠা ব্যস্ত  শহরের মাঝে।
হারিয়ে যাব লালনের, "পারে লয়ে যাও আমায়" গানের সুরে মাঝে।
হারিয়ে যাব আমার প্রিয় খমকেরে বেসুরা তালের মাঝে। 
হারিয়ে যাব রমণীর চোখে কাজলে
কপালের ছোট্ট নীল টিপে।
রিবনার  অশ্রু সিক্ত লেখা চিঠির মাঝে।

আমি হারিয়ে যেতে চাই 
যেমন বৃষ্টি হারিয়ে যায় সূর্যে হাসির মাঝে
আমি হারিয়ে যেয়ে  ফিরে আসতে চাই 
তোমার মনের গহীনে।। 

এক দিন ভুলে যাবে
প্রতি রাতে ঘুমানোর আগে ভাবি
যদি আর না জাগি?
তবে সব শেষ!
ফাল্গুনী হাওয়ায় প্রিয়জনের কাঁন্নার সুর 
মিলেয়ে যাবে  কোকিলের   গানের সুরের মাঝে।
ভ্রমর তখনো ভাট ফুলে
অশোকের ফুলে মৌটুসি পাখি
শুধু আমিই থাকবো না ভবে!
গুমানীর জোয়ার এসে চলে যাবে।
আবার পরবে ভাটার টান!
অমাবস্যা আর পূর্ণিমা ফিরে ফিরে আসবে।
বর্ষায় শামুক আবার 
তার বংশ বৃদ্ধি করে যাবে।
শীতের ঝরা পাতার মত
আমি ও পরবো ঝরে!
সময় চলবে ছুটি-
একদিন আমাকে ও
সবাই যাবে ভুলে!

মোহাইমিনুল হালিম
পাবনা, বাংলাদেশ