অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
স্বার্থবাদী - জুয়েল রানা

বাংলাদেশ বীরের দেশ এই কথার নেই লেশ
বীরের দেশে মানুষরূপী শকুনের সাধুর বেশ, 
দেশের স্বার্থ ত্যাগ করে নিজের পেট ভরে
এদিক অসহায় জনগণ না খেয়ে মরে।

কেন আজ এমন খেলা হচ্ছে দেশটা নিয়ে
সহজ-সরল মানুষকে বারবার ধোকা দিয়ে, 
দেশের স্বার্থ বিলিয়ে দিয়ে পুজো করি সর্বনাশের
দেশপ্রেমিক হারিয়ে যায় মূল্য নেই প্রাণের।

আফসোস আর ধিক্কারে কবর থেকে আওয়াজ আসে
শোনে না কেউ শুধু বাতাসে ভাসে,
ওঠে ধ্বনি বারেবার যেন ফিরছে সবে আবার
স্বার্থবাদীদের খতম করবে বক্ষে মেরে কুঠার। 

আমার দেশটা লুটেপুটে খাবে ওরা আর কতকাল 
দেখে না কেউ জনগণের অবস্থা বেহাল,
মুখে মুখে শুনি ভালো কাজের দৃঢ় প্রতিজ্ঞা 
বিপদে পড়লে তারাই করে বেশি অবজ্ঞা।

আমার দেশের কৃষক -শ্রমিক খেটে মরে রাতদিন 
তবুও তাদের জীবনে ফিরে না সুদিন,
স্বার্থবাদীরা জীবন কাটায় সুখের রাজ্যে বসে বসে
কবে যেন ভেঙে পড়বে ধসে ধসে।

দেশপ্রেমিক তো দেশকে রাখে শ্রদ্ধেয় মায়ের  নজরে
দেশের স্বার্থ রাখতে চায় সবার উপরে, 
দেশ বিরোধী সকল কাজের প্রতিবাদে হয় উতপ্ত
সবার আগে ছিনিয়ে আনে প্রজ্জ্বলিত দীপ্ত। 

দেশের স্বার্থ সবার আগে স্বীয় স্বার্থ পরে
নত করি মাথা যেন দেশের তরে,
সত্যের পথে হোক প্রতিটি মানুষের শক্ত  পদচারণা 
হৃদয়ে গেঁথে যাক দেশপ্রেমের একটি ঠিকানা।

জুয়েল রানা
শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা