অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
কমল কাঁটা - এম.হুমায়ুন কবির

  তুমি এলে মোর কমল বনে
 কমল নিলে কাঁটা গুলো রেখে
  কন্টকে মোর হৃদয় গাঙে
      রক্ত কমল ফুটে।
কমল যদি নিয়ে গেলে কাঁটা কেন ফেলে
স্বপ্ন গুলো হারিয়ে গেছে ভালোবাসা টুটে।
বউকথা কও আর ডাকে না বকুল শাখে
   মন পুড়েছে তোমার আগুন আঁচে
  কাঁদে বেশি সে-ই বিচ্ছেদের কালে
     যে জন যত বেশি ভালোবাসে
    কাঁদনি তুমি ভেসে আঁখি জলে
   ছিল না কি প্রেম তব হিয়া তলে।
  তোমার আঙিনায় সুরের ঝংকার
 আমার উঠোন জুড়ে শুধু হাহাকার
বাজপাখির মতো বদলে যেতে পারিনি
   নখ ঠোঁট ডানা ক্ষিপ্রতায় গরবিনী।
পোশাক বদল করার মত বদলে নিয়ে মন
    কতো সুখে আছে তোমার নতুন জীবন
সুখের পায়রা গুলি উড়ে গেছে দূর দিগন্তে
    ছেড়ে গেছে ওরা ভুল ভাবনার প্রান্তে।
 আশা-হারা ভাষা-হারা ভালোবাসার হাটে
কেউ দেখেনি পথিকের দিন কেমনে কাটে। 

এম.হুমায়ুন কবির। নাটোর