এখান থেকে অনেক দূরে ছিল সে এক গ্রামটলটলে জল নদী ছিল চুর্ণী তার নামসেই গ্রামেতে ছোট্ট বাড়ি খড় বিচালি ছাঁওয়ানিকোনো তার উঠোনখানা ছবির মতো দাওয়াগ্রামের পাশে বটতলায় রবিবারের হাটআলো ফুটতে বিকিকিনি আঁধার নামলে লাটসন্ধ্যাবেলা ঘন্টা বাজে শীতলা মা'র থানেবুড়ো পীরের দরগা আছে সবাই তাঁকে মানেরাত বাড়লে শিমুল ডালে শকুন ছানা কাঁদেপাতার জ্বালে লোহার কড়া মা খালাম্মা রাঁধেকুপির আলো কাঁপতে থাকে সহজ পাঠ পড়ামায়ের কোলে শোনে খোকন যোগীদাদুর ছড়ামাঝদিয়ার ইস্টিশনে রাতের গাড়ি থামেআল পেরিয়ে বাবা ফেরেন ঠিক মধ্যযামেআবছা সেই দিনগুলো খোকন এখন আশিবুকের মাঝে বাজতে থাকে তালপাতার বাঁশি।সবিতা বিশ্বাস। নদীয়া
Ashram Bengali Magazine, Ottawa