অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
প্রবাহ - সোমের কৌমুদী

লমের কালো কালি
রেখা টানে
আনমনে
সাদা পাতায়-
হিজিবিজি
আঁকিবুঁকি
প্রাণ পায় 
সবুজ হয়
রঙিন হয়ে উঠে
লেখার ডায়েরি।
আদি পাতা  
সাদা পাতা
রেখাহীন
ফাঁকা- সুরভীহীন। 
চর্যাপদ 
এরপর জড় অদৃশ্য
কালো ছাপ
ছোপ ছোপ আঁধার
পাতার শুভ্রতা আড়াল।
শ্রীকৃষ্ণকীর্তন 
লেখা শেষে 
কলমের কালো কালি
আজও লিখে
ডায়েরির সাদা পাতায়
আধুনিক ছন্দে
ছন্দহীন কবিতা,
এখনো ঢের বাকি
পড়ে আছে 
সাদা পাতা
তবু চোখে ভাসে
হৃদয়ে বিঁধে
ক্ষণে ক্ষণে 
প্রতিক্ষণে
১২০১-১৩৫০ সাল।

সোমের কৌমুদী। বাংলাদেশ