অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
গৌতম হাজরার কবিতা

টোকা
লতো করে টোকা দিলাম ছায়ায়।
ছায়া কেঁপে উঠল।
এভাবেই টোকা দিতে দিতে দেখলাম
কাঁপা জলের বিন্দু, ডানায়
ধারালো সময়ের রেখায় আর আয়নায়।

আসলে টোকায় সবই হয়। বাজে
দূরের কঙ্কণ।
দিগন্তের হাঁসও আজ ইশারাপ্রধান!

ঈষা'
দেওয়ালে খুঁটে খাচ্ছে ঈষা'
ছোট্ট আরশিখানাও সে গিলে খেতে চায়
পাছে ভয়, যদি ভেঙে পড়ে ঝনঝন করে।

শিরোনামে বন্ধুদের মুখ দেখতে চায় না
তাই,
ভুলে যায় লোকাচার, সংস্কার
দহন ও দ্রোহে।

দেওয়ালে খুঁটে খাচ্ছে ঈষা'
পকেটে শূন্যতা নিয়ে
দু'ফোঁটা চোখের জলও আজ
অবিশ্বাস লেখে!

গৌতম হাজরা
পশ্চিমবঙ্গ, ভারত