নৌকাডুবি - অপূর্ব মজুমদার নিক্কণ
মিষ্টি করে বৃষ্টি ঝরে
উঁকি দিয়ে দেখি।
মনে পড়ে সেই ঝড়ে
গ্রামে যে গিয়েছি।
ইন্দ্র আমায় ডাকে আয়
নৌকাতে ঘুরি আজ।
খুব মজা হবে দাদা
দারুণ কেঁওড়ার ঝাঁঝ!
লুকিয়ে আমি নৌকায় নামি
ইন্দ্র চালায় বৈঠা।
মাঝ নদীতে নৌকা ডোবে
ঝাঁপসা হয় মনটা!
ইন্দ্র চেঁচায় খুব বেজায়
আমি নীরব থাকি।
বৃষ্টির ধারা দেখি মোরা
আনন্দে আমি হাসি!
অপূর্ব মজুমদার নিক্কণ,
শিক্ষার্থী, অষ্টম শ্রেণি, খুলনা জিলা স্কুল, খুলনা।
-
ছড়া ও কবিতা
-
24-07-2020
-
-