অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
ছন্দা চট্টোপাধ্যায়-এর কবিতা

উষ্ণতা
দু-ফোঁটা বৃষ্টির ছোঁয়া
হঠাৎ দামাল হাওয়া
ভাঙা মেঘে আধখানা চাঁদ,
নির্জন ছাদের এককোণে
মুখোমুখি তুমি আর আমি
উষ্ণতম প্রেমের সংবাদ!
আজও আছে মেঘ বৃষ্টি চাঁদ
ছাদের নির্জনতা, উদ্দাম বাতাস
তুমি আমি আছি দুজনাই
নেই শুধু উষ্ণতার দ্বিতীয় অধ্যায়!

শুধু উত্তাপ
মি তোমার কাছে উত্তাপ চেয়েছিলাম
তুমি দিলে আগুন!
তুমি তো জানতে মৈনাক
আগুন থেকে উত্তাপ ছেঁকে নেবার ক্ষমতা আমার নেই
দুঃসহ হিমেল ক্ষত অশরীরী শরীরে আমার
পেরোতে পারিনা আজ সামান্য চৌকাঠ!
স্বপ্ন মনে হয়---
কবে যেন অনায়াসে হেঁটে গেছি আগুনের পথ
উত্তাপ বিলিয়েছি হাজারে হাজারে!
আজ এই হিমেল ঠান্ডায়
একটু উত্তাপের জন্য মৃত্যুকেও বাজি রাখা যায়!
উত্তাপ কি দুর্লভ মৈনাক!!

ছন্দা চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গ