অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
নিবিড় সাহা-র কবিতা

যত্ন করে রেখো
বাউল খ্যাপার একতারাটা
ধুলো মাখা অচিন পথে
তোমার সুরেই বাজে, তাকে
যত্ন করে রেখো। 

কালো হাঁড়ি র কাকতাড়ুয়া
রোদে জলে আগলে রাখে
তোমার সোনার ফসল, তাকে
যত্ন করে রেখো। 

দাওয়ার ধারে মাটির পিদিম
জোনাক রাতে আঁধার ঘোচায়
তোমার যাওয়ার পথে, তাকে
যত্ন করে রেখো। 

ঘাটে বাঁধা ছোট্টো ডিঙি
পাল তোলে সে স্বপ্নে ভাসার
তোমার উজান গাঙে, তাকে
যত্ন করে রেখো।

ধুলো পরা হলুদ খাতায়
দাগ কেটেছে পাতায় পাতায়
তোমার কলম খানি, তাকে
যত্ন করে রেখো। 

আত্মজ
মার স্বাধীন খিদে
রেল পথে রক্ত লাগা রুটি
রাতভর পথ হাঁটা পা

আমার স্বাধীন স্বপ্ন
তালা লাগা কারখানার গেট
দুর্যোগে ভেসে যাওয়া ঘর

আমার স্বাধীন দায়
আগামীর অনুর্বর জমি
ধ্বজাধারী দাসত্ব প্রমান

আমার দেশাত্মবোধ মৃত্যু আর যুদ্ধ বিমান

নিবিড় সাহা
ইছাপুর, উত্তর 28 পরগনা
পশ্চিমবঙ্গ, ভারত