অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
বিষাদ স্বপ্ন - শামিম ইশতিয়াক

তোষকের ডান কোনায় রাখা তোমার চিঠি গুলো এখনো অক্ষত শরীর নিয়েই বেচে আছে,
আমার ইচ্ছে হলেই মোমবাতি জালিয়ে পড়তে চেষ্টা করি,
চিঠি শেষ করতে পারিনা তার আগেই চোখ ভিজে যায়,
ভেবোনা তোমায় না পাওয়ার কষ্টে!
চোখে নানান সমস্যা, তোমার দেয়া সেই কালো চশমার ফ্রেম ঠিকই আছে কিন্তু মোটা হয়েছে চশমার কাচ, তাই হয়ত অল্প আলোতেই চোখ ভিজে যায়। 
মনে আছে নীলাময়ী?
তুমি আমায় একটি স্বপ্ন ঝুড়ি দিয়েছিলে?
আমি তোমাকে নিয়ে প্রতি রাতেই ঝুড়িটিতে স্বপ্ন জমাতাম,
তুমি যখন আমায় অভিশাপ ভেবে চলে গেলে তার পরেও আমি তোমায় নিয়ে আরো চৌদ্দটি স্বপ্ন জমিয়েছি.
প্রভাতের স্বপ্ন, মধ্যদূপুরের স্বপ্ন, গোধুলির স্বপ্ন আরো কত কত স্বপ্ন,
বহু বছর সেই ঝুড়িটি খুলিনি, ধুলো ময়লা জমে আছে উপরিভাগে.
স্বপ্ন গুলোতে বিষাদ্বের শ্যাওলা জমে গেছে।
যখন বড্ড তেষ্টা পাবে তখন তুমি এসো,
আমার বহু বছরের পুরানা সপ্ন গুলো একটু ছুঁয়ে যেও,
বিষাদমাখা স্বপ্নগুলো পারলে নিয়ে যেও,
বুঝবে হয়ত এর ভার সহ্য করা কতটা কঠিন । 

শামিম ইশতিয়াক
ত্রিশাল, ময়মনসিংহ