ভালোবাসি বাংলার ছবি - সেকেন্দার আলি সেখ
ভালোবাসি গ্রামের পাশে ছোট্ট নদী, সবুজ মাঠ
ভালোবাসি ধানের ক্ষেত, ফলের বাগান, গ্রামের হাট
ভালোবাসি বাঁশের ঝাড়, পানের বরোজ, মোরগ নাচ
ভালোবাসি পাখির কুজন, মধুর আজান, মোরগ নাচl
ভালোবাসি শাপলা শালুক, পানকৌড়ি, ঘুঘুর ডাক
ভালোবাসি দুপুরবেলায় হকার দিদির সুরেলা হাঁক
ভালোবাসি ধাপাস খেলা, কানামাছি, পুলিশ -চোর
ভালোবাসি চাঁদের হাসি, আজান শোনা, মধুর ভোরl
ভালোবাসি বউ বসন্তী, গ্রামের মেলা, গানের সুর
ভালোবাসি বেড়াতে যাওয়া, বনের পাখি, সমুদ্দুর
ভালোবাসি সন্ধ্যাবেলায় শাঁখের সুরে তুলসীতলা
ভালোবাসি সারা বিকেল পাখির সাথে কথা বলাl
ভালোবাসি রবির আলোয় ক্লাবের মাঠে নাটক গান
ভালোবাসি ভাগবতপাঠ, পাঁচালি গান জুড়াবে প্রাণ
ভালোবাসি আঁধার রাতে পথ হারিয়ে ভূতের দেখা
ভালোবাসি গড়ব সমাজ ন্যায়ের পথে একলা-একাl
ড. সেকেন্দার আলি সেখ
প্রিন্সিপাল: সুন্দরবন বি এড কলেজ
গোবিন্দপুর, পোঃ - ভাতহেড়িয়া, থানা -ফলতা,
জেলা -দক্ষিণ 24 পরগনা, পিন -743 503
-
ছড়া ও কবিতা
-
25-07-2020
-
-