খোকার পণ - নির্মল ভৌমিক
আমার খোকা ব্যস্ত ভীষণ
করবে সে দেশের সেবা
আপন মনে করেছে পণ।
আঁধার ছিড়ে আনবে আলো
মনের জোর ভীষণ জোরালো
লোকের নিন্দায় হটে না পিছু!
নিশিদিন করে সে জ্ঞানের সাধনা
মুজিব তার চেতনা, মুজিব তার প্রেরণা
পিতামাতা গুরুজনে আছে অগাধ ভক্তি-শ্রদ্ধা।
আমার খোকা করেছে পণ
অন্যায়ের কাছে নত করবে না মাথা
যদিওবা যায় তার জীবন!
দূর করবে অত্যাচার নির্যাতন
দূর করবে অভাব অনটন
মনের জমিনে করেছে বীজ বপন।
দুধে ভাতে হবে সকলের জীবন
ধনী গরীবে থাকবে না বিভাজন
এই করেছে পণ, এই করেছে পণ।
মনুষ্যত্বই অমূল্য সাধন
মনুষ্যত্বই সুন্দর জীবন
মনুষ্যত্ব বিনে বাকিসব দুশমন!
নির্মল ভৌমিক
জেঠাগ্রাম, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।
-
ছড়া ও কবিতা
-
25-07-2020
-
-