অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
সুখের ডালি - বদ্রীনাথ পাল

ম-কাঁঠালের ছায়ার নীচে ছোট্ট সে এক গ্ৰাম-
জন্মভূমি আমার সেটি, "বাবিরডি" তার নাম।
হাজার খুশির আলোক ছটায় অঙ্গ শোভে যার-
জন্ম আমার সেই গাঁয়েতে, সে-ই তো অহংকার।

নাই সেখানে শহর-কেতা কিংবা হট্টগোল,
গাড়ি ঘোড়ার কালো ধোঁয়া, তীব্র কলরোল।
সেথায় আছে রাতের শেষে কোকিল ডাকা ভোর-
পাখির কূজন, ফুল-সুবাসে লাগিয়ে দেওয়া ঘোর।

দিচ্ছে সাঁতার রাজহংস, কালো দিঘির জল-
ঢেউয়ে ঢেউয়ে দিচ্ছে দোলা, হাসছে শতদল।
মাটি মায়ের সবুজ আঁচল অঙ্গে আছে যার-
প্রাণের প্রিয় জন্মভূমি, সেই গ্ৰাম আমার।

গোবর লেপা চিকণ উঠোন, মাটির দাওয়া, ঘর-
তির্ তিরিয়ে ছোট্ট নদী ব ইছে যে তারপর।
আম কাঁঠালের বন বিথীকায় গাইছে পাখি গান-
উপচে ওঠা সুখের ডালি, সেই গাঁ আমার প্রাণ।

বদ্রীনাথ পাল
বাবিরডি, পুরুলিয়া,
পশ্চিম বঙ্গ, ভারত