অটোয়া, মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৫
অজিত রায় ভজন-এর কবিতা

মেঘের নিমন্ত্রণ
বাদলের দিনে ডেকেছিলো বলে
মেঘেরা নিমন্ত্রণে,
হাতে রেখে হাত, হেঁটে চলি শুধু  
অজানা পথে ও ক্ষণে!
তোমার খোঁপায় গুঁজে দেবো বলে
কদমের দুটি ফুল,
রয়ে গেলো হাতে, শূন্য কবরী! 
হয়ে গেলো কি-যে ভুল।
কোথা থেকে যেন আচমকা উড়ে
ঝলমলে কালো চুলে,
চুম দিয়ে ফের উধাও হলো
জলধর পথ ভুলে।
পাশ ফিরে দেখি তুমি নাই কাছে
শুধু আছে ঘ্রাণ,
আমার তো আছে সে চুলের প্রতি
আজও সেই একই টান।
সম্বিতে দেখি তোমার খোঁপায়
মেঘেরা পেতেছে ঘর,
আমার তুমি নিমিষেই হলে
অচেনা এবং পর।

জীবের জীবন
ই পৃথিবী বদলে গেছে, বদলে গেছে দিন,
বদলে গেছে ভালোবাসা, রইলো জমা ঋণ।
সবুজ হাসে তোমার মত, তোমার হাসি নেই,
হাসতো জগত আগে যেমন তোমার হাসিতেই।
সাগর জলে হাসতো মীনে, সঙ্গে হাসে ঢেউ,
জল আকাশের মিতালী-তে, দাঁড়ায় নাতো কেউ।
বদলে গেছে মমতার-ই দুঃখ-হরা ক্ষণ
এখন দেখি বদলে গেছে, সব'চে প্রিয় মন।
যায়না দেখা জীবনটাকে, আজকে হাসে সেতো, 
এই জীবেরই জীবন-খানি, কঠিন কেন এতো? 

অজিত রায় ভজন 
রায়নগর, দপ্তরীপাড়া
সিলেট,
বাংলাদেশ।