অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
আমি যেভাবে বেঁচে আছি - সুনির্মল বসু

ই অন্ধকার এই একাকীত্ব আমাকে অন্য ভাবে বাঁচার প্রেরণা দেয়, জীবনের চড়া আলোর রোশনাই আজ দূর স্মৃতি,
সেই সব দিনে প্রবল জনারণ্যে থেকেও মনে হতো, আমি বড় একা, নিয়ন আলোর নীচে বিধ্বস্ত আমি তো একলাই হেঁটে গেছি,
ক্যামেলিয়া অনুরাধারা আমার ভালোবাসা নিয়ে গোল্লাছুট,
কথা দিলে কথা রাখতে হবে, এমন তো নয়,
বিশ্বাস শব্দটি বড় অবিশ্বস্ত,
ভালোবাসা পদশব্দে ভারী, এবং তা নিয়ে মাথা ঘামায় কিছু আনাড়ী,
চড়া আলো আমার চোখে লাগে, চারদিকে এত চড়া রোদ্দুর, আমি আমার অন্ধকার ঘরে একটা নিজস্ব পৃথিবী খুঁজে নিয়েছি,

ভালোবাসতে ভয় করে, সত্যি বলছি,
ভালোবাসতে ভয় করে,
আমার জাহাজে দাউ দাউ আগুন, আকাশ থেকে ক্রমাগত অগ্নি বৃষ্টি অথবা নিদারুণ বজ্রপাত,

অথচ, সকাল এলে মনটা কি দারুন ভালো হয়ে যায়, পাখি ডাকে, ভোরের বাতাস বয়ে যায়,
দীঘির জলে শাপলা শালুক, সবুজ পাতার নিচে হলুদ পাখির ডাক, আমাকে আশ্চর্য মুগ্ধতা দেয়,
এই ভালো, এই বেশ আছি, সবুজের ক্যানভাসে আছি, কবিতায় আছি, ভালোবাসায় আছি,

বাকি টুকু সময় অন্ধকার আমার বন্ধু,
একাকীত্ব আমার স্বজন,
সংসারে মানাতে মানাতে দেওয়ালে ঠেকে গেছে পিঠ, জীবনের টানে চলে গিয়েছেন প্রিয় মানুষ,
বুদ্ধিমতী প্রেমিকা আকাশ দেখা ছেলেকে অন্ধকারে ফেলে সফল প্রেমিকের হাত ধরে উধাও,
ভালোবাসার স্বর্গীয় সুধা পেতে গিয়ে শেষ পর্যন্ত হেমলক বিষ মিললো,
But miles to go before I sleep,
But miles to go before I sleep.

এই একাকীত্ব এই অন্ধকারে আমি একদিন ঠিক আলো খুঁজে নেবো,
সেদিন অনুরাধা এসে বলবে, সুনির্মল,
 আমি ভুল করেছি, আজ আর আমি তোমার কাছে ফিরতে পারি না,
সময় চলে গেলে, ভালোবাসাও না থামা বৃষ্টির মতো অঝোর ধারায় ঝরে পড়ে,

তবু, একদিন তো ভালোবাসা ছিল, কত কথা ছিল,
কৃষ্ণচূড়ার গান ছিল, স্মৃতি ছিল,
আজ তা প্রত্নতাত্ত্বিক ইতিহাস,
এই অন্ধকারে সেই প্রত্নতাত্ত্বিক ইতিহাসের সাক্ষী হিসেবে ইতিহাসের আলোটুকু নিয়ে
আমি আমার মতো একরকম বেঁচে আছি।

সুনির্মল বসু। পশ্চিমবঙ্গ