অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
সারা তুমি জেগে থেকো - অনুকূল বিশ্বাস

পৃথিবীর চোখে  ঘুম নেই
পূর্ণিমার চাঁদ তুমি জেগে আছো,
প্রাণহীন বাতাসে কাঁদে মন-প্রাণ।
আকাশের মনভার শ্মশান কেড়েছে হাসি
জেগে আছো তুমি ধাত্রী রূপে---
ফোটাবে হাসি ধরিত্রীর।
যন্ত্রণা শেলে বিদ্ধ জননী
মৃত্যু বেদনায়  কাতর বসুন্ধরা
সব আছে তবু নেই যেন কিছু;
ঘরে ঘরে আজ মরুস্থলীর নিস্ফল শূণ্যতা ।
জেগে আছো  তুমি চাতকের চোখে
নিদ্রাহীন দিনরাত,মাস ধরে
তোমার সন্তান তুমিই বাঁচাবে
তুমি যে বিশ্বজননী।

ক্ষমতার আস্ফালনে ভুলেছি মনুষ্যত্বের বীজ
দম্ভ-খড়গে হত্যা করেছি অবনীর ফুসফুস,
রাজকীয় অহংকারে বিস্মৃত আজ রাজধর্ম
অদৃশ্য শত্রুর ছোবলে স্তব্দ পৃথিবী।
লুণ্ঠিত আজ সভ্যতার অলঙ্কার
মৃতপ্রায় ধননীতির চাকা,
শত্রুর আজ অবাধ বিচরণ
কর্মফলে বন্ধি বেদনায় জীবদ্দশা।

তুমিই  আমাদের  নীলকন্ঠ  তুমিই রক্ষাকর্তী
তোমার তুলনা তুমিই কেবল তুমিই বিশ্বজননী।
তোমার মানবতায় ধন্য আমরা
প্রতিভা তোমায় বরেণ্য করেছে
সুতীক্ষ্ণ চিন্তন প্রাখর্য তোমায় করেছে মহীয়সী।
তুমিই পারো এ ধরণী স্বর্গে ফেরাতে
বিনিদ্র রাত স্বপ্ন নিয়ে প্রাণ রেখেছো বাজি,
ফিরিয়ে দাও সেই পৃথিবী শঙ্খাহীন বিচরণভূমি
জেগে আছো তুমি, আরো জেগে থাকো
ছিনিয়ে আনো মারণ রোগের চাবি।

অনুকূল বিশ্বাস
মালদা, পশ্চিমবঙ্গ