অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
বদলে গেলো সময় - জগদীশ মন্ডল

ত্তাল সময়ের বুকে এঁকেছিল যারা
উদয়ের জয়গান
শাসন, শোষণ, অত‍্যাচারের উপলখন্ড পেরিয়ে
পেতে দিয়েছিল বলিষ্ঠ বুক
নিশানা হয়েছিল বারবার রক্তাক্ত হয়েছিল মুখ
দেশের জন্য আলিঙ্গন করল ফাঁসি
বেয়নেট খুবলে দিলো শরীর
নিজের বলে চায়নি কিছু তারা
শেষ নিঃশ্বাস সঁপেছিল মায়ের পায়ে
পায়নি তারা পায়নি তো সন্মান।
আমরা বড়ো সুখে নিদ্রা যাই
ঘুমন্ত শিশু আর বুটের শব্দে জাগেনা
উত্তমের উপকারকে চেনায়নি কেউ
সময় কেমন বদলে গেল তাড়াতাড়ি
বিস্মৃত হলো বুদ্ধিমান জীবের মন।

জগদীশ মন্ডল। কলকাতা