অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
আফালের_গর্জনে_কাঁপে - মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী

হাওরে উত্তাল আফাল তান্ডবে
কাঁদে বসতির মন
অথৈ জলরাশিতে বাস্তুভিটে
হারাবার শঙ্কায় কাটে জীবন।

চৈত্রের অসময়ে অকাল বর্ষণে  
আকাশ ভেঙে পড়ে হাওরে
কৃষকের তপ্ত নিঃশ্বাসে
চারিপাশ যেন ভারি হয়ে ওঠে। 

জলের সঙ্গে হাওর পারের
মানুষের যুদ্ধ বহুকালের
বর্ষা এলে যাপিত জীবন যেন
বিষাদময় হয়ে ওঠে।

মানুষের জীবন 
বাঁধা এই হাওরের জলে 
'বর্ষায় নাও আর হেমন্তে পাও'
বড়ো দুঃসহ কষ্টে দিন কাটে। 

মেঘের গর্জন আর বাতাসে সৃষ্ট আফালে
হাওর প্রকৃতি অশান্ত উন্মাতাল
কোন বাঁধাই মানতে চায়না
যেন কূলহীন সমুদ্র তরঙ্গ বহমান।

বানের জলের ছলাৎ ছলাৎ শব্দে
নির্ঘুম রাত কাটে মানুষের
অজানা আতঙ্কে 
শিশুরাও মায়ের কোলে আঁতকে ওঠে।

হাওরের উথাল-পাতাল ঢেউ 
যখন আছড়ে পড়ে কিনারায়
হঠাৎ দমকা হাওয়ায়
স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়।

মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী
সুনামগঞ্জ, বাংলাদেশ