অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
অপেক্ষায় আছি - নির্মল ভৌমিক

তীতের স্মৃতি আঁকড়ে
আজো অপেক্ষায় আছি 
কোনো এক স্নিগ্ধ বিকেলে
 তুমি ফিরে আসবে বলে।

ঝিরিঝিরি বরষার শ্রাবণ দিনে
আজো অপেক্ষায় আছি
তোমার প্রিয় কদমফুল হাতে,
তুমি ফিরে আসবে বলে।

দুচোখে অপার প্রেম
বুকে ভালোবাসার অথৈ নদী 
আজো অপেক্ষায় আছি 
তুমি ফিরে আসবে বলে অবিনাশী। 

আজো অপেক্ষায় আছি 
প্রণয়ের তীর্থে আবার মিলন হবে
দুজনার দূরত্বের গণ্ডি পেরিয়ে 
পাশাপাশি খুব গহীনে হাঁটব দুজনে।

আজো অপেক্ষায় আছি 
তুমি ফিরে আসবে শরতের শুরুতে 
তোমাকে ছুঁয়ে যাব কোমল পরশে।

আজো অপেক্ষায় আছি 
সবুজ তৃণলতার কোমল বিছানায় 
দুজনে পাশাপাশি শুয়ে 
দ্বিধাহীন কাটিয়ে দেব অনন্ত প্রহর।

আজো অপেক্ষায় আছি 
তোমার পদধ্বনিতে দিলরুবা 
ছন্দে ছন্দে বেজে উঠবে
মুখরিত হবে জীবনের সব আয়োজন। 

আজো অপেক্ষায় আছি 
তোমার দীপ্তিতে 
মেঘমুক্ত বিশাল আকাশে
নক্ষত্রের আসর জমবে।

আজো অপেক্ষায় আছি 
তোমার আগমনী বার্তা পেয়ে 
স্বপ্নের নিঝুম বিলে
পানকৌড়ি আর গাঙচিলের আনন্দ মিছিল হবে।

আজো অপেক্ষায় আছি 
তোমার আগমনী বার্তা
নিতান্তই তোমার আগমনী বার্তা শুনাতে
কোকিল ডাকবে তমাল ডালে।

নির্মল ভৌমিক
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া