আমাদের গ্রাম - মোঃ শহিদুল ইসলাম
আমাদের গ্রামের চারিদিকে সবুজ ধানের বিস্তর মাঠ
পাখি ডাকে, বায়ু বয়, নানা’ন ফুল ফোঁটে
আঁকাবাঁকা মেঠো পথ, দু’পাশে বৃক্ষের সমারোহ
পাখিরা বাসা বাঁধা, অপরুপ সৌন্দর্য দেখে ভরে উঠে প্রাণ;
রাখালের পাল ছোটে মাঠে, ছেলে-মেয়েরা হৈ-চৈ করে
দুবলোর ঘাস পায়ে দলে, আনন্দে মেতে উঠে
সন্ধ্যেবেলা শেয়ালের হাঁক পথে-ঘাটে
তাই নিয়ে কুকুরেরা একত্র গবেষণা করে।
আমাদের গ্রাম কত সুন্দর, মৌমাছির গুন গুন শব্দ
পাখিদের কলরব, বিকেলে ভিড় করে পর্যটক
এই গ্রামের খ্যাতি আছে মোঘল আমল থেকেই
নদী বয়, মাঝি ডাকে, ধরি মাছ এসো সবে-
হিংসা-বিদ্বেষ ভুলি সকলকে ভালবাসি মন থেকে,
পরিশ্রমে মাঠে ফসল ফলায়, মাটি দিয়ে ঘর বানায়---
মাটিরে ভালবাসি মায়ের সমান
একে-অপরের বিপদে এগিয়ে আসি, মনে কারো ব্যথা নাহি দেই
গ্রামের একপাশে সোনাদিঘী, পাড় তার উঁচু
চারিপাশে বনচ্ছায়ের নীড়ে মানুষের ভিড়
মনোমুগ্ধকর পরিবেশ হৃদয়ে তুলে প্রেমের ঢেউ---
হৃদয়ে জাগে আশা, ভালবাসার কামনায় বেসামাল মনতরী।
আমাদের গ্রাম লতা পাতা আর শ্যামল ছায়া
পথিক জুড়ায় হিয়া বটের নীড়ে, হুক্কায় টান মেরে শান্তিতে ঘুমায়
ফিঙে পাখি পোকা খেয়ে ফসলের জীবন বাঁচায়
সন্ধ্যেবেলা পাখিরা দলবেঁধে ফিরে আসে গৃহশয্যায়:
রাত্রিভর রাতচরা পাখিরা চষে বেড়ায় মাঠ
ভোরবেলা ফিরে আসে গন্তব্যে আর ডানা ঝাপটায়---
অপরুপ সৌন্দর্যময় গ্রামের চারিপাশ, মনে হয় যেন
আমরা সকলে হারিয়ে গেছি স্বপ্নময় বসুন্ধরা অবকাশ
কবির কাব্যে, শিল্পীর তুলির অংকনে, গানের সুরে
ছন্দ বিন্যাসে উপলব্ধি করি গ্রামের অপূর্ব নিকেতন;
যেখানে থাকি, যতদূরে থাকি গভীর মমতায়
ভালবাসি প্রিয় আমাদের গ্রামকে।।
মোঃ শহিদুল ইসলাম। নওগাঁ
-
ছড়া ও কবিতা
-
01-08-2020
-
-