অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
যা ভুলে যা - অভিজিৎ গোস্বামী

যা ভুলে যা পুণ্যিপুকুর
যা ভুলে যা জলকে সাধা,
সবই যখন ওলট পালট 
যা ভুলে যা জীবন ধাঁধা। 
যা ভুলে যা দৃষ্টি শুভ 
যা ভুলে যা মালার বদল,
ফিরবে কি আর সেইসব দিন 
মনের ভিতর ধামসা মাদল। 
যা ভুলে যা বসন্ত দোল
পলাশ শিমুল টুকটুকে লাল,
যা ভুলে যা কৃষ্ণচূড়ার
মেখেছিলি আবির গুলাল।

থাক বেঁচে থাক শীর্ণ হয়ে 
সারাটা দিন ছোঁয়াচ ভয়ে,
উধাও নদী সরস্বতী 
শুকনো চোখের জলকে সয়ে।
আত্মীয় নেই বন্ধুও নেই 
বাঁচবি শুধু নিজে একা,
সমাজটাও তো হারিয়ে যাবে 
আয়নায় মুখ মুখোশ ঢাকা। 

ভয়গুলোকে জয় করে নে
দমকা হাওয়া হঠাৎ আসুক,
উড়িয়ে দিয়ে জয়ের কেতন
আনন্দেতে সবাই ভাসুক।

অভিজিৎ গোস্বামী। পশ্চিমবঙ্গ