অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
শর্মিষ্ঠা মজুমদার-এর কবিতা

সুপ্ত চেতনা
জীবন অচেনা স্বপ্ন, সুরতান,তাই বিচরণ 
অস্তিত্ব রক্ষার দায়,কল্পনাতে, ভাসে অহরহ 
পুরোনো কথার দাম, মূল্যহীন, তবু অর্থবহ 
চেতনা স্বভাব জাত,অবিরাম, স্মৃতি আহরণ। 

আকাশ কুসুম স্বপ্ন, অনর্থক, ব্যর্থ ভালোবাসা 
দেওয়া নেওয়া খেলা, আজীবন, সুপ্ত অনুভূতি 
প্রতিটা মুহূর্ত খোঁজে, সুখহীন, চেনা প্রতিশ্রুতি 
ঝড়ের রাতের শেষে, জলময়, ভাঙা পাখিবাসা। 

সুখের ভোরের চর, জেগে ওঠে, আলো আঁধারির 
বাঁকানো নদীর পথ, বালি ঢাকা, চেনা সুখপাখি
দুপুর জাগানো রাত, ভেজা দৃষ্টি, ঘুম ঘুম আঁখি 
অচেনা নতুন সুর, ভালোলাগা, এক স্বপ্নতীর। 

একটা আলাদা বৃষ্টি, ভেজা মাটি, গোধূলি আকাশ  
মনের মিলনে মেলা, নেশাতুর, সৃষ্টির আভাস।।

লতার গল্প
তোমার উঠোনে আমার ভালোবাসার লতাবাহার
হলুদ সবুজ রংমেলান্তি খেলায় মেতেছে;
নিষেধের বেড়া টপকে ছড়িয়ে পড়েছে
লুকানো অনুভূতির অগোছালো ডালপালা। 

অস্তগামী সূর্যের সোনালী আভা 
সবুজ পাতার চিকনে বড় বেশি উজ্জ্বল,
ঝলসানো রোদ নয় ব'লে লতাদেহ পোড়েনা,
পুড়ে যায় শুধু পরিণত মন। 
ফুলের খবর তুমি জানতে চাওনি
তাই হৃদয় আজ শান্ত, স্থির।।

শর্মিষ্ঠা মজুমদার
হুগলি, পশ্চিম বঙ্গ