অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
এক বৃষ্টিঝরা বিকেলে - নীপা চৌধুরী

বৃষ্টি ভেজা বাউল বাতাসে 
অস্থির আজকের এই বিকেলে 
রঙ তুলি ছাড়াই আঁকা হলো 
আরেক অনিন্দ্য ভুবন 
যেখানে মেঘ এসে চুমু খেল 
পিরামিড পাহাড়ের গালে 
দৃশ্যান্তরে অচেনা এক আবেগে    
কেঁপে উঠলো হৃদয়ের খোলা জানালা 
হঠাৎ হারিয়ে গেলাম জানিনা কোথায় 
মাটির পৃথিবীর নক্ষত্রের ছায়া তলে
একাকী নির্জন দ্বীপাঞ্চলে এসে
আবিস্কার করি নিজেকে তোমার বুকে 
এমনটা হবার নয় তবু হয়ে গেল    
এই যে বৃষ্টি তুমুল বৃষ্টির আকর্ষণে
আমরা ভিজলাম অজানা ইচ্ছায়
চাঁদ জ্যোৎস্নার রুপালী শাড়ি 
দোয়েল পাখির ডাকে ছড়িয়ে পড়ে 
দূর আকাশে নীল বাতাসে 

এভাবেই কাল আগামী কালের স্বপ্ন 
তোমার আমার বাস্তব রাতুল চরণ 
ছুঁয়ে ছুঁয়ে যাক এইদিন প্রতিদিন।

নীপা চৌধুরী। ঢাকা