অভিনয় - শ্রী রাজীব দত্ত
অনেক কিছু বলার ছিল
কিন্তু কিছুই বলা হলো না।
অনেকটা পথ চলার ছিল
কিন্তু তোমার হাতে সময় ছিল না।
আমি চেয়েছিলাম শান্তি
তুমি দিয়েছো আমায় মুক্তি।
শান্ত তোমার দৃষ্টিতে করেছ আমায় নিধন
কোন এক গোধূলিতে হবে তোমার বোধন।
মনের খাচাতে পড়েছিল জং
তাই তুমি উড়ে গেছো?
নাকি মেখেছো নতুন কোন রং
আজো এই হিয়ার মাঝে তোমার বসবাস
অনেক আগেই দেখেছিলাম,
তোমার মায়াবী চোখে আমার সর্বনাশ।
জীবনের ওই রঙিন দিনে তোমারি আস্ফালন
তুমি আমি বাধবো ঘর
বাঁধবো সোনালী সংসার
আজ ভাঙ্গাচোরা জীবন তারই প্রতিফলন।
দাবি ছিল খুবই কম চেয়েছিলাম কেবল সুখ
তুমি দিয়েছো নানান জল্পনা-কল্পনা
আর হৃদয় ভাঙ্গার দুঃখ।
শ্রী রাজীব দত্ত। কলকাতা
-
ছড়া ও কবিতা
-
02-08-2020
-
-