প্রেম কিছু শব্দ চুরি করে আনাতোর চোখের থেকে কিছু শব্দ হারিয়েছে আজতোর চোখের দিকে।জানি না তোকে ভালবাসি কি না তবে বুকের ভেতর একটা উৎকন্ঠা সারাদিন বাঁশি বাজায়।বাঁশি!সে তো একটা নললোহা গরম করে ছটা ফুটো।আনাড়ী ঠোঁটে শুধু সোঁ সোঁ।দেখেছি তাই তো শুধু রাখালের ঠোঁটে বিনোদিনী নারী হয়ে ফোটে।প্রেম ও তো একটা শিল্প সব প্রেমিদের শিল্পীর মান দেওয়া হোক। বদলরেখাগুলো একই ছিলো হাতটা আজ বদলে গেছে।দৃষ্টিগুলো একই ছিলো ভঙ্গিগুলো বদলে গেছে।স্বপ্নগুলো একই ছিলো রাতগুলো আজ বদলে গেছে।ভাবনার ভাবনাগুলো একই ছিলো ভাবুকগুলো বদলে গেছে।জলের রাশি একই আছে চোখগুলো আজ বদলে গেছে।মনের ভাষাটা একই আছে বর্ণপরিচয়টা আজ বদলে গেছে।মানস ঘোষ। হুগলী