অটোয়া, শনিবার ৫ এপ্রিল, ২০২৫
স্বপন নাগ-এর কবিতা

সমর্পণ
নেবেই যদি, আমার সবটুকু নাও।
হাত বাড়াও --
তুলে নাও সর্বস্ব আমার।
প্রিয় কলম আর পৃষ্ঠা জুড়ে শূন্যতা
সর্বস্ব নাও!
জমা আছে পুরোনো কিছু,
প্রিয়তায় মূল্য বেড়েছে ঢের;
তুমুল উল্লাসে তাও নিয়ে যাও
নাও -- আমার স্বপ্ন অস্থিরতা সব ...

তোমার কাছে নিঃস্ব হব ব'লে
এই অবেলায় আসা;
তীব্র আকাঙ্ক্ষায় আমায় গ্রহণ করো
আমাকে শূন্য করো।
সবকিছু হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলে
বুকের উঠোন জুড়ে স্মৃতিরা থাকেই,
সে স্মৃতি আমার,  আমারই ...

তাও নেবে?  নিতে চাও?
এতই সহজ!

হবেই দেখা
পাহাড়ী নদীর মত
ঘিরেছে চঞ্চলতা,
হৃদয়ে অবিরত
ছুটির ঐ মাদকতা।
আমাকে ভাসাবে তাই
বড় সাবধানে থাকি,
আয়োজন ভুল অযথাই
আরো পথ যাওয়া বাকি।

অহেতুক কেটেছে কাল
মিথ্যে অহংকারে,
ভরেছে সন্ধ্যা-সকাল
অনাবিল অন্ধকারে!
কিছু গান এমনি থাকে
নিরুচ্চারণেই শ্রেয়,
ডেকো না আর আমাকে
আমি আজ অপাঙক্তেয়!

কোনদিন যদি আসে
এমনি করেই আবার --সুজ এর
মেতেছি সেই প্রয়াসে
তোমারই যোগ্য হবার!

আজকে না হয় প্রিয়
ফিরে যাই একা একা,
পথ তো লঙ্ঘনীয়ই
একদিন হবেই দেখা!

স্বপন নাগ
ইছাপুর, উত্তর ২৪ পরগনা