রবীন্দ্রনাথ স্মরণে তিনটি ছড়া - আলাউদ্দিন হোসেন
বিশ্ব কবি
তোমার সৃষ্টিতে ধন্য মোরা
ধন্য বাংলা ভাষা
তোমার লেখা কাব্য ছড়ায়
নব দিগন্তের আশা।
তুমি লিখেছ মধুর ছড়া
শিশু-কিশোরের তরে
তোমার লেখা কাব্য ছড়ায়
জগৎ গেছে ভরে।
তোমার সৃষ্টি অমর কৃষ্টি
ঝলমলে এক রবি
তোমার লেখা জগৎ জুড়ে
তুমি বিশ্ব কবি।
কালজয়ী কবি
জোড়া সাঁকোর ঠাকুর ঘরে
নতুন আলোর দেখা
ঝলমলে সে নূরের আলো
শুরু করলো লেখা।
বোশেখ মাসের ২৫ তারিখ
ঠাকুর ঘরে এসে
কাব্য লিখে জগৎজুড়ে
দ্রুত গেলো মিশে।
বাংলা ভাষায় কাব্য লেখে
কালজয়ী এক কবি
জগৎজুড়ে মিশে আছে
বাংলা বিশ্বের রবি।
প্রাণের কবি
জোড়াসাঁকোর ঠাকুর ঘরে
নতুন দিনের রবি
আকাশ ছোঁয়া সৃষ্টিকর্ম
বিশ্ব প্রাণের কবি।
নৌকাডুবি চোখের বালি
গীতাঞ্জলি প্রাণ
সোনার তরী দেনা পাওনা
রবি প্রাণের ঘ্রাণ।
কাবলিওয়ালা জয়পরাজয়
চিত্রা একরাত্রি
প্রাণ ছুঁয়ে যায় হৈমন্তী
অমর জাপান যাত্রী।
আলাউদ্দিন হোসেন
এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ, পাবনা।
-
ছড়া ও কবিতা
-
06-08-2020
-
-