অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
নিবিড় সাহা’র কবিতা

দিন শেষের ঠিকানা
রটা মাঝারি মাপের দুই কোনে দুটো খাট,
আর দুটো কোন খালি।
পূব দিকের ওই জানলাটাতে
চাঁদ আসে এক ফালি। 
তবুও...
ভালো আছিস জেনে আমার ভালো লাগে,
ঠিকানাটা পাল্টেছিস বোঝা হওয়ার আগে।
হয়তো পরবে মনে হলদে হওয়া ছবি
হাতের আঙ্গুল গুলো ধরতে যাবে হাত,
হয়তো মায়ার হাতছানিতে 
চোখের সাথে ঘুমের লড়াই অতীত খোঁড়া রাত।
নিজের মতো তবুও কিছু প্রাণের হদিস পাবি,
কুল হারালেও মানের খেয়া বয়ে নিয়ে যাবি।

ভালো থাকিস....
এই নতুন ঘরে নতুন করে বাঁচার সুখ।
বন্ধু নতুন আসবে বলে, 
অপেক্ষাতে অনেক মুখ।

নগদ
মা রয়ে গেছে কিছু আনাচে কানাচে,
সকাল সন্ধ্যা তাই দুধে ও এলাচে।
কোথাও রোজের খাতা রোজ লেখা হয়,
তাহাই সত্য আর আদিম অক্ষয়।

জেতা যদি নাই হয়, আজ যদি হারো,
লজ্জা মুখোশে ঢাকা, তোমারও আমারও।


নিবিড় সাহা
ইছাপুর, উত্তর ২৪ পরগনা
পশ্চিমবঙ্গ, ভারত