আবার হাসনাহানা - মানস চক্রবর্ত্তী
অনিন্দিতা অ- নিন্দিত তুমি
শব্দের আগে ঠিক যেন ওঁ।
শরীর স্পর্শের পাপ পোশাকের মতো খুলে রেখে
আমাকে বলো, বাসনায় রতি নেই কেন?
বিকেলের মতো উদাসীন কেন উথাল-পাথাল?
ছন্দ কেন পতনশীল লঘু দ্বন্দ্ব?
আমি কি বেঘোরে হারিয়েছি ঠিকানা?
রক্তকরবী নয়, সবুজ ধানের মতো মহার্ঘতা
প্রাচীন অথচ এখনও ক্রোধহীন শিহরণ।
শরীরে তিলের মতো ছুঁয়ে আছে স্পর্শ
কার্নিশে লেগে আছে এখনও হলুদ রোদ
বিষণ্ণ অবসরে জাগে জ্যোৎস্নার ক্রোধ
মায়া প্রতিবিম্বিত হয় অভিমানে।
অনিন্দিতা রাত্রি শেষ হলে তুমি কি
আবার আসবে? শীতের রোদের মতো
হাসবে? অন্যমনস্কতা হয়ে যাক ভুল।
আবার হাসনাহানা, জেটি ঘাট, আবার বটের মূল।
মানস চক্রবর্ত্তী
বাঁকুড়া ( সাহাপুর ), পশ্চিমবঙ্গ, ভারত
-
ছড়া ও কবিতা
-
07-08-2020
-
-