অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
হাওর_দ্বীপপুঞ্জের_শহরে - মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী

প্রতিদিন মিশে থাকি হাওর দ্বীপপুঞ্জের শহরে
যেখানে সন্ধ্যা নামে নৈসর্গিক নানা রূপ ডানামেলে।

এখানে আষাঢ় পূর্ণিমা রাতে মেঘেদের সাথে চাঁদ হাসে  
বৃষ্টিভেজা রাতে অজানা অনুভূতিরা হৃদয়ে বাসা বাঁধে।

বিস্তৃর্ণ হাওরে উত্তাল 'আফাল' সমুদ্রের রূপে আঁচল পেতে ধরে
ইচ্ছেগুলো মিশে থাকে অথৈজলের আছড়ে পড়া ঢেউয়ে।

খুব ইচ্ছে হয় যেতে জল জোছনার শহরের রিভারভিউয়ে
যেখানে উত্তাল তরঙ্গ বহমান সুরমায় অপরূপ সৌন্দর্য্যের দেখা মেলে।

এই তীরে প্রেমিক প্রেমিকারা অতৃপ্ত বাসনার পূর্ণতা পায়
চন্দ্রালোকিত ঝলমলে জলরাশি যেন লুকোচুরি খেলায়।

এখানে বসে বাউলেরা হাসনরাজা, দূর্বিন শাহ, রাধা রমন, শাহ আবদুল করিমের গান বাঁধে
কবিতা, প্রেম আর আড্ডায় তরুণেরা জলরাশি উপভোগ করে তন্ময় হয়ে।

তাই বার বার যেতে ইচ্ছে হয় হাওরপারে,
পড়ন্ত বিকেলে গোধূলি লগ্নে কবি মউজদিনের
জল-জোছনার শহরে।

মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী। সুনামগঞ্জ