অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
শরৎ - পঞ্চানন শিট

রৎ মানে শিশির ভেজা
দূর্বা ঘাসের ঘ্রাণ
কুয়াশা ভরা সকাল বেলায়
শিউলি কুড়ানোর গান।

শরৎ মানে ওই আকাশে
মেঘের লুকোচুরি
সাদা পালকের মেঘগুলো সব
উড়বে সারি সারি।

শরৎ মানে কাশের বনে
সাদা ফুলের মেলা
হালকা বাতাস দোলা দিয়ে
করে যেন খেলা।

শরৎ মানে শারাদ উৎসব
ঢাকে কাঠি পড়া
কুমারপাড়ায় রঙ তুলি দিয়ে
মায়ের মূর্তি গড়া।

শরৎ মানে সুভাসিত মন
আবেগে উচ্ছ্বাসে ভাসে
চাইছে সবাই শরৎ যেন তাই
ফিরে ফিরে আসে।

পঞ্চানন শিট। পূর্ব মেদিনীপুর