শরৎ মানে শিশির ভেজাদূর্বা ঘাসের ঘ্রাণকুয়াশা ভরা সকাল বেলায়শিউলি কুড়ানোর গান।শরৎ মানে ওই আকাশেমেঘের লুকোচুরিসাদা পালকের মেঘগুলো সবউড়বে সারি সারি।শরৎ মানে কাশের বনেসাদা ফুলের মেলাহালকা বাতাস দোলা দিয়েকরে যেন খেলা।শরৎ মানে শারাদ উৎসবঢাকে কাঠি পড়াকুমারপাড়ায় রঙ তুলি দিয়েমায়ের মূর্তি গড়া।শরৎ মানে সুভাসিত মনআবেগে উচ্ছ্বাসে ভাসেচাইছে সবাই শরৎ যেন তাইফিরে ফিরে আসে।পঞ্চানন শিট। পূর্ব মেদিনীপুর
Ashram Bengali Magazine, Ottawa