আকাশের ওপারে কি আছে আরেকটা আকাশসেখানেও কি জোনাকি নীল আলোয় জ্বলে-মাঝে মাঝে মন যেন যেতে চায় ঐ নতুনের দেশতোমার চোখে যে আকাশ আমি দেখতে পাইসেই আকাশ এতই বড় যে আমি পাখির মতো উড়তে চাইকি করে যে বলিকখন তোমার সূর্য লেগে আমার বরফে রামধনু ওঠেকি করে যে বলিকখন মনের পাহাড় ফেটে বেড়িয়ে আসবে ঝরণাবলতে পারো কখন গুটি কেটে বেরোবে প্রজাপতি!ইচ্ছে করে ইচ্ছেগুলো হাতের মুঠোয় ধরিসেগুলো যেন জোনাকির আলো আসে কিন্তু যায়না ধরা!ইচ্ছে করে হাঁটতে থাকিদূর রাত্রির বুকের ওপর দিয়ে হাজার হাজার মাইলইচ্ছে করে গভীর রাতেতোমার বুকে মাথা রেখেমেঘেদের ঘাঠে ঘাটেশূণ্য পথে রাত্রিশেষে শুনি বৃষ্টি ঝরার গান!জীবন এক অপার সমুদ্রহারায়না - সময়ে ফিরিয়ে দেয় ফিরতি পথে আজ আবার দেখা হলো!এমনই এক চাওয়াফিরে এলো ঢেউয়ের প’রে পরিণতিহীন - একলা নির্জনে।আলোর দিকে আমি চেয়ে থাকিআলোর পরই আসে যে আঁধারআঁধারই যে আলোর ভালবাসাশূন্য হলো শেষের আগে শুরুশেষটা যে তাই নতুনেরই শুরু!সহদেব বন্দ্যোপাধ্যায়। কলকাতা
Ashram Bengali Magazine, Ottawa