অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
মনের আলো - সহদেব বন্দ্যোপাধ্যায়

কাশের ওপারে কি আছে
         আরেকটা আকাশ
সেখানেও কি জোনাকি
          নীল আলোয় জ্বলে-
মাঝে মাঝে মন যেন যেতে চায়
          ঐ নতুনের দেশ
তোমার চোখে যে আকাশ
          আমি দেখতে পাই
সেই আকাশ এতই বড় যে
      আমি পাখির মতো উড়তে চাই
কি করে যে বলি
কখন তোমার সূর্য লেগে
      আমার বরফে রামধনু ওঠে
কি করে যে বলি
কখন মনের পাহাড় ফেটে
      বেড়িয়ে আসবে ঝরণা
বলতে পারো কখন
       গুটি কেটে বেরোবে প্রজাপতি!
ইচ্ছে করে ইচ্ছেগুলো
     হাতের মুঠোয় ধরি
সেগুলো যেন জোনাকির আলো
    আসে কিন্তু যায়না ধরা!
ইচ্ছে করে হাঁটতে থাকি
দূর রাত্রির বুকের ওপর দিয়ে
      হাজার হাজার মাইল
ইচ্ছে করে গভীর রাতে
তোমার বুকে মাথা রেখে
মেঘেদের ঘাঠে ঘাটে
শূণ্য পথে রাত্রিশেষে
      শুনি বৃষ্টি ঝরার গান!
জীবন এক অপার সমুদ্র
হারায়না - সময়ে ফিরিয়ে দেয়
      ফিরতি পথে আজ
      আবার দেখা হলো!
এমনই এক চাওয়া
ফিরে এলো ঢেউয়ের প’রে
    পরিণতিহীন - একলা নির্জনে।
আলোর দিকে আমি চেয়ে থাকি
আলোর পরই আসে যে আঁধার
আঁধারই যে আলোর ভালবাসা
শূন্য হলো শেষের আগে শুরু
শেষটা যে তাই নতুনেরই শুরু!

সহদেব বন্দ্যোপাধ্যায়। কলকাতা