জাতির গর্বিত সন্তান - এম আর তানভীর
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায়
অজ-পাড়াগাঁয়ে জন্ম তোমার,
আদর করে ভালোবেসে মা ডাকতো
খোকা বলে তোমায়।
বাল্যকাল থেকে স্বদেশের প্রতি ছিল
তোমার অনন্ত ভালোবাসা,
বাংলার মাটি বাংলার মানুষের কথা
তোমার হৃদয়ে থাকতো সারাবেলা।
স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায়
তুমি কারাবরণ করেছ
চার হাজার ছয়শ বিরাশি দিন,
তোমার ত্যাগ-তিতিক্ষা সাহসিকতায়
স্বাধীন পতাকা হয়েছে উড্ডীন।
একাত্তুরের সাত মার্চ জ্বালাময়ী ভাষণে
তুমি জ্বেলে দিয়েছিলে আমজনতার হৃদয়ে
দেশ মাতৃকার প্রতি অগাধ ভালোবাসা,
শহর-বন্দর প্রতিটি পাড়ায়
প্রতিরোধ গড়ে উঠেছিল শত্রুর বিপক্ষে।
পঁচাত্তরের এক কালোরাতে
হায়েনার বুলেটের আঘাতে হয়েছ ক্ষত-বিক্ষত
তোমার ক্ষয় নেই প্রতিটি হৃদয়ে আছো অক্ষত,
নদীর স্রোতধারা থাকবে যতদিন বহমান
স্মৃতি হয়ে থাকবে তুমি জাতির গর্বিত সন্তান।
-এম আর তানভীর

এম আর তানভীর। সিলেট, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
14-08-2020
-
-