অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
শামিম ইশতিয়াক-এর কবিতা

মুজিব কথা বলে
ধানমন্ডি বত্রিশের মুজিব কথা বলে
রক্ত ভেজা রাষ্ট্র হয়ে,
বুলেটবিদ্ধ মুজিব কথা বলে
কোটি জনতার অশ্রু বয়ে।

মোটা ফ্রেমের চশমায়
জনক মুজিব কথা বলে,
উর্ধ্বে তর্জনী, ভরাট গলায়
উঠো জাগো অধিকার দখলে।

সিড়িতে নিথর মুজিব কথা বলে
হয়ে বাংলাদেশ নামে পরিবার
নিজের স্বার্থ ভুলে মুজিব কথা বলে
বঞ্চিত মানুষটার অধিকার।

শেখ পরিবার হয়ে মুজিব কথা বলে
এ মানচিত্র আমার তোমার সবার
বুলেট বুকেও হেসে মুজিব বলে
যতই মারো আদর্শটাই ত মুজিব জন্মাবার।

মুজিব মানে
মুজিব মানে তুমি আমি
মুজিব মানেই স্বদেশ,
মুজিব মানে স্বাধীনতা
একটি বাংলাদেশ।

মুজিব মানে প্রেরণাঘর
মুজিব মানে শক্তি,
মুজিব মানে বজ্রধ্বনি
মুজিব মানেই ভক্তি।

মুজিব মানে রক্তকণা,
নত না হওয়া শীর,
মুজিব মানে প্রবল তেজ
লড়াক্কু প্রাণের বীর।

মুজিব মানে মহান নেতা
মুছে ফেলা অন্ধকার
মুজিব মানে ইতিহাস জুড়ে
কোটি বাঙ্গালির অহংকার।

-শামিম ইশতিয়াক

শামিম ইশতিয়াক
শিক্ষার্থী, আনন্দ মোহন কলেজ ময়মনসিংহ।