অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
বঙ্গবন্ধুর আরেক নাম - জে জে জাহিদ হাসান

ঙ্গবন্ধু সে যে বাংলার আরেক নাম,
মূল্য দিয়ে পরিশোধ করতে পারবো না তোমার কৃতিত্বের দাম।
বঙ্গবন্ধুর আরেক নাম সে যে ভালোবাসা, 
স্বপ্ন দেখিয়ে থেমে যায় নি পূরন করেছে ৭ কোটির মানুষের আশা।
বঙ্গবন্ধুর আরেক নাম সে যে জোৎস্নার আলো,
তুমি না থাকলে এই বাংলায় নেমে আসতো অন্ধকার কালো।
বঙ্গবন্ধুর আরেক নাম সে যে জাতির পিতা,
স্বাধীনতার সাথে তোমার নাম প্রতিটা বাঙ্গালী হৃদয়ে গাঁথা। 
বঙ্গবন্ধুর আরেক নাম সে যে সূর্য সন্তান,
জীবন দিয়ে তবু রক্ষা করেছে বাংলা মায়ের মান।
বঙ্গবন্ধুর আরেক নাম সে যে চির প্রেমী,
তোমার হাসিটা বাংলার উজ্জীবিত শক্তি সবচেয়ে বেশি দামী। 
বঙ্গবন্ধুর আরেক নাম সে যে বাঙ্গালীদের আশ্রয় কেন্দ্র, 
বাংলার প্রতীক তুমি দেশ প্রেমে ছিলে অন্ধ।

-জে জে জাহিদ হাসান

জে জে জাহিদ হাসান
বেলকুচি, সিরাজগঞ্জ