ভালো আছি...তবুও......-কিরণময় নন্দী
ভালো নেই আজ আমি, এই কথা নয় দামি
ভালো নেই অনেকেই
কত শত চিন্তায়, চোখে এতটুকু ঘুম নেই
সুখ শুধু স্বপ্নেই।
তাও যদি ভালো হতো, স্বপ্নেই সুখ পেতো
ভয় হয় দুঃস্বপ্নে
হঠাৎ গভীর রাতে, ঘুম থেকে জেগে উঠে
ভয়াল স্মৃতির গহনে।
আরও কিছু পাবার নেশা, মন জুড়ে আকাঙ্ক্ষা
আরও যদি ভালো কিছু হয়
আশার ঈপ্সা, ঘষা কাঁচে ঝাপসা
সবকিছু হারাবার ভয়।
ভেবে লও বেশ ভালো আছি, দুমুঠোই বেঁচে আছি
পাশাপাশি ভালো আছি সকলেই
যারা আছে অন্য পাড়ে, খালি পেটে অনাহারে
তারা তো সত্যি ভালো নেই।
নিজের জন্য কিছু চাই, এ চাওয়া অন্যায় নয়
ওদের কথা মিলেমিশে ভাবি
পথ হারা পথিক ওরা, গভীর সমুদ্রে নাবিক ছাড়া
মিটুক ওদের পথের দাবি।
কিরণময় নন্দী
হুগলী, পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
15-08-2020
-
-