বিশ্বাসের গভীরতা - দেওয়ান সেলিম চৌধুরী
বিশ্বাসের গভীরতা অনেক বড়,
বিধাতার চেয়েও।
তাইতো মানুষ মারিছে মানুষ,
মানুষেরে করিছে হেয়।
বিশ্বাসীদের ধর্ম্মই হলো প্রশ্নহীন মন
একা একা বেঁচে থাকার নগ্ন আয়োজন।
আর কারো বেঁচে থাকার নেই অধিকার
বিধাতাকে খুশী করার কি অদ্ভুত অঙ্গীকার।
তাই দেখি পৃথিবীর হেথায় হোথায়
মানুষ মারিয়া মানুষ, লজ্জা নাহি পায়।
বিশ্বাসীরা ভুলে গেলো বিধাতার দান
কি যত্নে গড়ে ছিল ধর্ম্মহীন প্রাণ
স্বর্গের লোভে পড়ে সব খান খান
তাই রক্ত দিয়ে লিখা হয় বিধাতার জয়গান।
দেওয়ান সেলিম চৌধুরী
অটোয়া, কানাডা।
-
ছড়া ও কবিতা
-
18-08-2020
-
-