ভালোবাসা - আঃ আজিজ
ভালোবাসা
বড় জান্তে ইচ্ছে করে
কেউ কি বলতে পারো
কোন অবয়বে থাকে সে
ভালোবাসা তার রং কি?
ভালোবাসা
সে কি কোন বৃক্ষ লতার পুষ্প
তবে কোন কাননে থাকে সে
কোন ঋতুতে তার আবির্ভাব
কোন মৌসুমে ফোটে সে?
ভালোবাসা
সে কি নীল গগনের রজনী বেলার
অগনিত তারার মেলার কোন তারা
তবে কোন সময়,সন্ধা অথবা ঊষায়
কোন সময়ে সে পৃথিবী মুখি হয়?
ভালোবাসা
সে কি চাঁদের উদ্গিরনের আলোর
কোন মায়া ভরা ছায়া ঘেরা ঝলক
সে কি মধু জোৎস্নার কোন পলক
জোৎস্নায় পুষ্পের প্রষ্ফূটিত তিলক।
ভালোবাসা
সে কি উচু পাহারে সবুজ ঘাসে মেশা
ঐ চাঁদের আলোর বিচ্ছুরন ঝলকানি
না কি পাহাড়ের কোল ঘেষে ঝরে পরা
তার নীরব শ্রীবম ক্রন্দন ঝর্নার পানি।
ভালোবাসা
সে কি উজ্জিবিত হওয়ার চা পাতা
পাতার বিচ্ছূরিত হৃদয় উদার স্নিগ্ধতা
উচু নিচু এলোমেলো অমসৃন পথে
জুম চাষে জীবিকার তালাস ব্যকূলতা।
ভালোবাসা
যে জল গড়িয়ে যায় এপার ওপার করে
নদীর অঠাই জলের স্রোতে মেশা কিছু
বহুদূরের পথ ধরে ধরে জানা অজানা
বালু নুরি কাকর ঝিনুকের পিছু পিছু।
ভালোবাসা
দখিনের হাওয়ায় নদী জল নাচানোর
মৃদু উর্মীর তাথৈ তাথৈ দৃশ্য দৃষ্টিনন্দন
উত্তাল বড় ঢেউ হয়ে কুলে ফিরে এসে
আগুন্তকের বিমোহিত চিত্ত বিনোদন।
ভালোবাসা
তাকে কি চামরা রক্ত গোস্তের চোখে
দেখা যায় চোখের দৃষ্টি রস্মিতে
পাওয়া যায় মর্মে-অমর্মে সিক্ত চোখে
নোনাজল ঝড়ানো কোন স্মৃতি সুখে।
ভালোবাসা
বুকের ভিতরে কোথাও কি তার বাসা
সে উদ্দেলিত করে অনুভূতিহীন প্রান
অনূভুতির অনূভব তার সেকেলে অস্ত্র
ইশারায় জাগ্রত করে কভু স্তম্বিত মন।
ভালোবাসা
সে কি নাকের জল চোখের জলের
অনাকাঙ্খিত অবারিত কোন মিশ্রন
সে কি চঞ্চল অকপটে কথা বলার
কোন তারুন্যের পাথর নীরব কারন।
ভালোবাসা
সে কি পড়ার টেবিলে রাত জাগা
অতীতের শুকনো পুষ্পের পরশ
নাকি পুষ্প পাপরির মাঝে খোজা
অবহেলিত নির্মম স্মৃতির ভেজষ।
ভালোবাসা
আঃ আজিজ। বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
18-08-2020
-
-