অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
কৌশিক সোম-এর দু’টি কবিতা

সম্প্রীতির চন্দ্র
মি চাঁদের মাঝে কালো দেখি রোজ,
তবু সেই কালোর মাঝে মেলে আলোর খোঁজ।
তোমরা বল চাঁদের গায়ে নাকি কলঙ্কের কালো,
আমি বলি ও যে সম্প্রীতির আলো।

পূর্ণিমাতে ওঠে যে চাঁদ পূর্ণ চন্দ্র হয়ে,
ঈদের রাতে সেই চাঁদ আসে সম্প্রীতির বার্তা নিয়ে।
ধর্মের বিভেদ দূর হয়ে যাক মনটা থাকুক কাছে,
মুসলিম ভাই পুজোয় মাতুক, হিন্দু মাতুক ঈদে।

ভালোবাসার রঙে সাজুক তোমার আমার পৃথিবী,
অস্পৃশ্যতা দূর হয়ে যাক ফিরুক সম্প্রীতি।
আমার তোমার বিভেদ ঘুচুক হোক সবই আমাদের,
কলঙ্ক মুক্ত মানবজাতি আলোয় সাজুক চাঁদের।

রাত জাগা পাখি
মার চোখে ঘুম হয়ে আসে তোমার স্বপ্নসুখ,
তোমার প্রেমে আন্দোলিত হৃদয় হারায় সকল দুখ।
তোমার চোখের গভীরে আমায় খুঁজে পাওয়া,
তোমার হৃদয় মাঝেই আমার সকল চাওয়া।

চাঁদের হাসি বাঁধ ভাঙ্গে ওই তোমার ঠোঁটের কোণে,
সকল ভাটা হারিয়ে যায় প্রেম জোয়ারের টানে।
ঘাসের আগায় শিশির কণায় তোমার প্রতিচ্ছবি,
ভালোবাসার রঙে রঙিন হয় আমার চন্দ্র রবি।

হৃদয় মাঝে দিয়েছো স্থান ঠিক শুক্তির মতো,
মুক্ত হয়ে স্বর্গসুখে থাকি নিজের মতো।
স্বপ্নপরী হয়ে আসো, জুড়ায় আমার আঁখি,
তোমার প্রেমে মনবিহঙ্গ 'রাত জাগা পাখি'। 

কৌশিক সোম
কলকাতা, 
পশ্চিমবঙ্গ, ভারত