অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
বটুকেষ্ট - বদ্রীনাথ পাল

দিন রাত্তির ভাবেন বসে বটুকেষ্ট পাল-
পদ্য লিখেই হবেন তিনি বেজায় মালামাল।
কিন্তু এমন পাথর চাপা কপাল খানি তার-
খাতার পাতায় পদ্যগুলো রূপ নেয় না আর।

ছন্দ এলে মাত্রা পালায় তুড়ি মেরেই লাফ-
দূরের থেকেই দাঁড়ি কমা ডাক ছাড়ে বাপ্ বাপ্।
স্বরবৃত্ত মাত্রাবৃত্ত গুলিয়ে সব-ই এক-
বলে যেন, "ওকে ছেড়ে এবার আমায় দ্যাখ"।

বাক্য গুলোর কোনমতেই হয় না অন্তমিল-
ওরাও যেন লুকিয়ে থাকে দিয়েই ঘরে খিল।
ব্যাকরণ-ও অকারণেই করে ভীষন রাগ-
সে ও বলে, "বটুকেষ্ট! যা পালিয়ে, ভাগ্"।

এমনি করেই বটুকেষ্টর যায় কেটে রাত দিন-
জমলো ভুঁড়ি পেটে ক্রমে দৃষ্টি হলো ক্ষীন।
অবশেষে খাতা কলম যেদিন হলো শেষ-
কেউ জানে না, বটুকেষ্ট কোথায় নিরুদ্দেশ।

বদ্রীনাথ পাল
বাবিরডি, পুরুলিয়া 
পশ্চিমবঙ্গ, ভারত