মাধবী নাগ-র দু’টি কবিতা
খুঁজে ফিরি
অনন্তকাল ধরে খুঁজে চ'লেছি---
করে চ'লেছি নিস্ফল প্রয়াস;
ব্যর্থতা সুনিশ্চিত
তবু মেটেনা মনের আশ।
সমগ্র জুড়ে আমি
তবু আমার কিছুই নাই,
শিখন্ডী আমি এ সংসারে
মেকী এ জীবনটাই।
দান সামগ্রী রূপে আমি
হস্ত বদল হই,
আমার আমি হারিয়ে যাই
সবার হয়ে রই।
একসূত্রে বেঁধে রাখি
জগৎ সংসার;
অহর্নিশি খুঁজে ফিরি
বাড়িটা আমার।
আজ এ বাড়ি, কাল ও বাড়ি
থামব আমি কবে,
এ জীবনে কোনটা কবে
আমার বাড়ি হবে।
নির্বাক দর্শক
চারিদিকে শুধু অনাচার, অত্যাচার
মন যে করে কেবল হাহাকার।
অন্যায় দেখে কষ্ট পায় ভীষণ
তবুও তা ছুঁতে পারেনা অন্তর-মন।
চেয়ে চেয়ে দেখে সব চামড়ার চোখ
বুদ্ধি শক্ত হাতে ধরে থাকে
চায় না অন্তর আবেগী হোক।
নির্বাক দর্শকের ন্যায় আছে সবাই
নিজের 'পরে না এলে অন্তর কাঁদে না হায়।
মাধবী নাগ
শ্রীভূমি পল্লী, সিউড়ি
বীরভূম, পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
20-08-2020
-
-