অটোয়া, রবিবার ৬ এপ্রিল, ২০২৫
নিষ্পাপ নয়ন - টিটোন হোসেন

কালি দিয়ে মুছে দাও এ আঁখিধার,
আঁচলে অঞ্জলি নিয়ে রেখে দিয়ো সাজ,
কলঙ্ক ঘুচিয়ে দাও মোর নিষ্পাপ নয়নে,
ধারাগুলো বয়ে যাক কালো মেঘের পালকে।

উচাটন মন উন্মাদ শরীর; কি করি আজ?
কে বয়াইবে জল? কার আঁখিধার নিবো এ আঞ্চল,
কলঙ্কের ভাগ দাও এ শরীরে; সঞ্চারি সমব্যথা,
সুখের নীড়ে নাহি এ আলাপন; কলঙ্ক সপিতে আজ তটস্থ তপোবন।

সাঝের ছায়ায় গাঁথিবি মালি শুকনো ফুলের সুবাসে
বয়ে যাক ঐ সারি বাঁধা বক সাদা মেঘের ভেলাতে,
দাহ্য দুপুরে শরীর ক্ষয়ে যায় কলঙ্ক মাখিতে,
নাহি হয় ভয়, তোমা তরে রোপি বৃক্ষদেবী সারিতে।

কৃষ্ণ যেমন দেখেছিলো রাঁধাচূড়া ঐ দুর্দম দুপুরে, 
মেখেছিলো কাদা সেও তো মনের অলক্ষ্যে, 
সাম্পান কত বয়ে গেলো ঐ দুতীরের মাঝে, 
কে হলো রাজ, কার সনে আজ সাজিলো রাঁধিকে।

মুছে দাও শুধু বয়ে চলা সাজ দু-চোখ বইয়ে,
নিয়ে নাও এ আঞ্চল আজ কিসের কলঙ্ক ঘুচিতে,
তোমা তরে আমি, আমা তরে তুমি এতেই বিধাতার বাস,
আদমের সনে ইভের জন্ম স্বর্গ খেলা খেলিতে।

টিটোন হোসেন 
প্রভাষক, ব্যবস্থাপনা
ধামরাই সরকারি কলেজ, ঢাকা